নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়ায় কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় গ্যাস ভর্তি ৫টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৬০১ টি গ্যাস সিলিন্ডারে ৪ হাজার ৬০০ কেজি তরল গ্যাস জব্ধ করা হয়।
গত বুধবার (২ মার্চ) দুপুর ২টায় উপজেলা সদরস্থ ১নং ওয়ার্ড এলাকার কাজী পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতকানিয়ার চিলবাড়ি গ্রামের মোজাফফর আহম্মেদ সিকদারের ছেলে লোকমান হোসেন (৩৮) ও লোহাগাড়ার উত্তর আমিরাবাদের মৃত নুরুল হকের ছেলে মো. এনামুল হক রোমান (২৩)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, লোহাগাড়ার কাজী পুকুরপাড় এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে সিএনজি চালিত অটোরিকশায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে দুই জনকে আটক করেন। এসময় ৫টি কাভার্ড ভ্যানে ৬০১টি গ্যাস সিলিন্ডারের ৪৬০০ কেজি তরল গ্যাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস বিক্রির সময় ২ জনকে র্যাবব আটক করে থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।