শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল জেটিঘাটের ভেঙে গেছে ঘাটের রেলিং, বেরিয়ে গেছে পিলার গুলোর রড। ঝুঁকিপূর্ণ অবস্থায় দুলছে দীর্ঘদিন ধরে এ ঘাটটি। দেখে যেন মনে হয় যেকোন মুহূর্তে ভেঙে পড়তে পারে এটি।
বিগত ২০০৪-৫ অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এর অধীনে ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল জেটি ঘাটটি। নির্মাণের কয়েকবছরের মধ্যেই হয়ে পড়ে জেটির দৈন্যদশা, মূলত নির্মাণে দূর্নীতি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ অবস্থা হয়েছে বলে স্থানীয়দের দাবী। এরিমধ্যে করা হয়নি কোন সংস্কার।
দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি কাইছার সিকদার জানান, দীর্ঘদিন ধরে জেটিঘাটটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ইতিমধ্যে অনেকে দূর্ঘটনার শিকার হয়েছেন। জন-যাতায়াত ও মালামাল পরিবহনে জেটিঘাটটির গুরুত্ব অপরিসীম। এখান থেকে প্রতি বছর রাজস্ব খাতে বিপুল অংকের টাকা আয় হয় সরকারের। দূর্ঘটনায় মৃত্যু ঝুঁকি এড়াতে এবং মালামাল পরিবহনের সুবিধার্থে দ্রুত নতুন জেটিঘাট নিমার্ণের আবশ্যকতা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার জানান, মূলত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে জেটিঘাটের এ দশা। দূর্ঘটনায় ও মৃত্যু ঝুঁকি এড়াতে জেটিটি নির্মাণ করার দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা (এলজিইডি) প্রকৌশলী জামাল খাঁন বলেন, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী এসে পরিদর্শন করা গেছেন। আমরা কাগজপত্র পাঠিয়ে দিয়েছি। আশা করি নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।