লোহাগাড়ায় চট্টগ্রাম-১৫ এমপি (প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নিজেদের প্রথম খেলায় সাতকানিয়া ফুটবল একাডেমিকে ২ গোলে হারিয়ে জয়ী হয়েছেন রাঙ্গুনিয়া ফুটবল কল্যাণ সমিতি একাদশ।
বুধবার (২ মার্চ) বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুলের প্রতিষ্ঠিত লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজন এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সাতকানিয়া ফুটবল একাডেমি ভাল খেলা উপহার দিয়েও কোন গোল পরিশোধ করতে পারেনি।
নির্ধারিত ৮০ মিনিটের খেলায় প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় রাঙ্গুনিয়া ফুটবল কল্যাণ সমিতি ১ গোল করেন। দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মাথায় আরো একটি গোল করেন। নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল আদায় করতে পারেনি সাতকানিয় ফুটবল একাডেমি। তবে উভয় দল দর্শকদের সুন্দর খেলা উপহার দিয়েছেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় মাঠের চারপার্শ্বে দর্শকের উপস্থিতি খেলোয়াড়ের উৎসাহ দিয়েছেন।
খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাঙ্গুনিয়া খেলোয়াড় ফুটবল কল্যাণ সমিতি একাদশের খেলেয়াড় মো. হেলাল উদ্দিন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, সাবেক ইউপি সদস্য নাচির উদ্দিন মেম্বার, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনরে সদস্য ও বান্দরবানের প্রতিনিধি মো. নাছির উদ্দিন, কুয়েত প্রবাসী মোহাম্মদ শহীদ, রাঙ্গুনিয়া ফুটবল কল্যাণ সমিতি একাদশের কোচ মো. আবদুল আলী, টীম ম্যানেজার মো. ওমর ফারুক, সহকারী টীম ম্যানেজার প্রভাত কুসুম বড়–য়া, রাঙ্গুনিয়া ফুটবল কল্যাণ সমিতির সভাপতি পেয়ারুল ইসলাম ও সাধারণ সম্পদক মো. হারুনর রশিদ প্রমূখ।
খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা রেফারি ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবদুল মুহিত সৈকত। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ হুমায়ন ও মিশন। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মো. রাকিবুল ইসলাম। খেলায় চিকিৎসকের দায়িত্ব পালন করেন মো. শহীদুল ইসলাম ও মো. আব্দুল মোমেন।
খেলায় ধারাবর্ণনা করেন জনপ্রিয় ধারাভাষ্যকার মো. আব্দুল মন্নান ও মো. কাইছার হামিদ। খেলা শেষে অতিথিবৃন্দ ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হেলাল উদ্দিনের হাতে পুরষ্কার তুলে দেন।