লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বার্ষিক প্রীতিভোজ, মিলনমেলা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি দিন ব্যাপী উপজেলার চুনতি চাম্বি লেক-এ বার্ষিক প্রীতিভোজ, মিলনমেলার ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়–য়া পৃষ্টপোষকতায় উক্ত বার্ষিক প্রীতিভোজ, মিলনমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
উক্ত প্রীতিভোজ ও সংগীতানুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মো. রিদোয়ানুল হক সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মো. জোবাইর, লোহাগাড়া উপেজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হীরু, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. নাছির উদ্দিন মিন্ট, সাতকানিয়া কেওঁচিয়া ইউনয়ন পরিসদের চেয়ারম্যান মো. ওসমান আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জামান, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুচ, পুুুুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মানিক, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মু. হেলাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, এওঁচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী মানিক, পুরানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সোনাকনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, পশ্চিম ডেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদওয়ানুল ইসলাম সুমন, ডেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মির্জা রিমন, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানা রিয়াকত আলী, চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুউল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান মোহাম্মদ ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান রিয়াদ। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রীতিভোজে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন পেশাজীবি শ্রেণির প্রায় ৪ হাজার লোক অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠান শুরু হয়। সংহীতানুষ্ঠানে গান পরিবেশন করেন চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সোলতানা মেরী, পলি শারমিন, উর্মি আক্তার, মৃদুল শীল প্রমুখ।