ফেসবুক কর্ণারঃ
কক্সবাজারের পরিবেশ বাঁচাও আন্দোলন যাঁরা করেন যারা দিনরাত পরিবেশ রক্ষার জন্য মরে যাচ্ছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম মসজিদের পাশে নতুন রাস্তায় পুরাতন জেঠি পাশে যেইভাবে ময়লার স্তূপ হয়ে গেছে তা দেখার কোন দপ্তর বাংলাদেশে নেই। দিনরাত পৌরসভার ময়লা ফেলার প্রতিযোগিতা চলছে। বিশাল একটা আবাসিক এলাকার পাশে ময়লা ফেলার কোন আইনগত ভিত্তি নেই। বদর মোকাম এলাকায় রয়েছে শতশত মুসলমানদের প্রাণকেন্দ্র বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স। এই মসজিদে প্রতি ওয়াক্তে শতশত মানুষ নামাজ পড়তে আসে। সেই সাথে দৈনিক অনেক পর্যটক এই মসজিদ দেখতে আসে। অনেকে আবার নিয়ত করে নামাজ পড়তে আসে। কক্সবাজারের একমাত্র মহিলা মসজিদ বদর মোকাম। যেখানে শতশত মা বোন নামাজ পড়ে। এই এলাকায় আরো রয়েছে কয়েকটি মাদ্রাসা এবং সরকারি প্রায়মারি স্কুলসহ হিন্দুদের একমাত্র শ্মশান।
এমন একটা পরিবেশের পাশে ময়লার স্তূপ তৈরি করে পরিবেশকে দূষিত করার কোন বিধান আছে বলে আমি মনে করি না।
দুঃখের বিষয় হলেও সত্য যে, সকল ডিপার্টমেন্ট জানার পর কেন ব্যবস্তা নিচ্ছে না। এমনকি পরিবেশবাদী সংগঠনগুলো চুপ।
সাংবাদিক ভাইদের খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি।
আপনারা যদি সব নিউজ করতে পারেন। এই নিউজ কেন করতে পারবেন না???
সত্যের জন্য আন্দোলন সংগ্রাম করে যদি জাতি উপকৃত হয় এতে নিশ্চয়ই সবার জন্য মঙ্গল।
আদনান সাউদের আইডি থেকে।