জাহেদুল ইসলাম, লোহাগাড়া
লোহাগাড়া উপজেলার আধুনগর মেহেরুন্নেছা জামে মসজিদে টানা একচল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে সামাজিক সংগঠন একতা যুব সংঘের ব্যতিক্রম উদ্যোগে পুরষ্কার হিসেবে ৭ শিশু পেয়েছেন বাই সাইকেল। এছাড়া আরো ৩ জন শিশু পেয়েছেন সান্তনা পুরষ্কার।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মেহেরুন্নেছা পাড়া ও একতা যুব সংঘের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে সাত শিশুকে এই বাই সাইকেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা নাছির উদ্দিন হেলালী।
পুরষ্কার প্রাপ্তরা হলেন যথাক্রমে- লোহাগাড়ার আধুনগর মেহেরুন্নেছা পাড়া এলকার মো. মাঈনুদ্দিন হাসান, মো. মাছুম, মো. সাজ্জাদ হোসেন, মো. ওয়াহিদুল ইসলাম, মো. নাইমুল ইসলাম আনাস, মো. নাইম হোসেন জিললু ও মো. সাইমুন হোসেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী খোরশেদ আলম, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কালাম, সমাজকর্মী আকতার কামাল, মো. আব্দুর রহিম, মো. পারেভজ, মোহাম্মদ হারুণ সওদাগর, মফিজুর রহমান, আইয়ুব মিয়া, সামাজিক সংগঠন “একতা যুব সংঘ”’র সভাপতি মোহাম্মদ আয়াজ, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম প্রমূখ।
সামাজিক সংগঠন একতা যুব সংঘের সভাপতি মোহাম্মদ আয়াজ জানান, শিশুদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ হাতে নিয়েছি। এলাকার ছোট ছোট শিশুদের পরিবার ও শিশুদের সাথে কথা বলে প্রতিযোগীতার আয়োজন করা হয়। টানা ৪১ দিন জামাতে যারা নামাজ আদায় করবে তাদেরকে একটি করে বাই সাইকেল দেওয়ার ঘোষণা দিয়ে ফরম বিতর করি। এতে ১০জন শিশু ফরম পূরণ করে অংশ গ্রহণ করে তাদের মধ্যে ৭জন শিশু ৪১ দিন টানা জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করে বাই সাইকেল পাওয়ার গৌরব অর্জন করেন। বাকি তিন জনকেও সান্তনা পুরষ্কার প্রদান করা হয়েছে। আগামী সংগঠনের মাধ্যমে আরো ব্যতিক্রমী নানা উদ্যোগ গ্রহন করে সামাজকে আলোকিত রাখার চেষ্টা করব।
এদিকে টানা ৪১দিন জামাতে নামাজ আদায় করায় ৭ শিশুকে বাই সাইকেল উপহার দেওয়ায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। অন্যান্য শিশুদের মাঝেও নামাজের প্রতি আগ্রহ বাড়ছে।