নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
লোহাগাড়ার চুনতি হাজিপাড়া সমাজের উদ্যোগ সকল কবরবাসীর সম্মানে ৫ম তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চুনতি হাজিপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে এ ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদে আছর পবিত্র খতমে কোরআনে মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানী। কুরআন ও হাদিসের আলোকে প্রাধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মহিউদ্দিন মাহমুব। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলামা মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. ইউনুছ, মুফিফুর রহমান, সমাজসেবক হাবিবুর রহমান, মু. সরওয়ার কামাল, আব্দুর রহিম, মাওলানা মমতাজ, মাওলানা সিফাত, মো. ইসহাক।
উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, মো. আরিফুর রহমান, আবুল কালাম ড্রাইভার, শেখ ছোটন, মাঈনুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা টিপু সোলতান।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। মোনাজাতে হাজিপাড়া কবরস্থানের কবরবাসীর ইছালে ছাওয়াবের উদ্দ্যশে দোয়া ও দেশ ও সর্বোপরি মুসলিম উম্মাহর গুনাহ মাফ এবং শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।