নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
লোহাগাড়ায় ৫ হাজার ৫শ পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। পাচারকাজে ব্যবহৃত মাইক্রো বাস জব্দ করেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলা চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ককস্বাজারের উখিয়া জালিয়াপাড়া ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. নুরুল আবসার (২২), মুন্সিগঞ্জ গজারিয়া বাউশিয়া পুরাচক এলাকার মৃত শহীদুল্লাহ সিকদারের ছেলে মো. কামাল সরকার (২৪) ও সোনারগাওঁ ফিরোজপুর আশারিয়ারচর আব্দুল আওয়ালের ছেলে মো. মুরাদ আহমদ (৩৪)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়ে বলে জানান পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩ মাদক পাচারারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পাচারকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।