জাহেদুল ইসলাম, লোহাগাড়া
লোহাগাড়া উপজেলায় পদুয়া তেওয়ারিহাট বাজার স্টেশনস্থ পদুয়ায় এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পদুয়া স্টেশস্থ এনকে শপিং সেন্টারের দ্বিতীয় তলায় পদুয়া এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: এর উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
পদুয়া এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা স্বাস্থ্য ও প:প কর্মকর্তা ডা: মুহাম্মদ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, হোসাইন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের সভাপতি বাবু নিবাস দাশ সাগর, সাধারণ সম্পাদক সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান মু.সেলিম উদ্দিন,চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, এনকে শপিং সেন্টারের স্বত্বাধিকারী নুরুল কবির কোম্পানী, হাসপাতালের এমডি মুহাম্মদ নুরুল, হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবছার আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আকতার কামাল পারভেজ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগেরে সভাপতি মো. আসিফুর রহমান প্রমূখ।
হাসপাতালের পরিচালক সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী ও ধারাভাষ্যকার মুহাম্মদ সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় হাফেজ রাশেদুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।