নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
লোহাগাড়ায় নোহা গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এ পথচারী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার চুনতি বনপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত পথচারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে চট্টগ্রাম মুখি একটি নোহা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই দুলাল বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গাড়ির ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। লাশের সুরতহাল শেষে করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তবে লাশের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি।