নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নর্বিাচিত ইউপি সদস্য শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জুতা পায়ে উঠে যাওয়ার ছবি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরল হয়। এতে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষেভ ও সমালোচনার ঝড় বইছে।
২১শে ফেব্রুয়ারি সকালে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের এম.এ মোতালেব সিআইপি কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদেও স্মরণে ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবষ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে জুতা পায়ে উঠে যান সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য মো. খোরশেদ আলম। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ মোতালেব সিআইপিসহ অন্যান্যরা।
অভিযুক্ত নব-নির্বাচিত ইউপি সদস্য মো. খোরশেদ আলম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত কয়েকদিন ধরে অসুস্থ রয়েছি। বলেন, জীবনে প্রথম শহীদ মিনারে ফুল দিতে গিয়েছি। তাই ভুলে শহীদ মিনারে জুতা পায়ে উঠে গেছি। বিষযটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানিয়েছেন তিনি।
সাতকানিয়া সদরইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম সিকদার জানান, ইউপি সদস্য জুতা পায়ে শহীদ মিনারে উঠা খুবই দুঃখ জনক ঘটনা। ভাষার মাসে ওই নব-নির্বাচিত ইউপি সদস্য ভাষা শহীদদের অপমান করেছে।