শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়াও করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে ৩৩ দিন বন্ধ থাকার পর স্কুল-কলেজে ফিরল শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ খুলে দিলে সকাল থেকেই প্রাণের উচ্ছাসে মেতেছেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।
এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী জানান, যেসব শিক্ষার্থীরা করোনা সংক্রমণ প্রতিরোধী টিকা নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে ফিরতে পেরেছে। সপ্তাহে নবম শ্রেণির ক্লাস দুইদিন,অষ্টম শ্রেণির ক্লাস দুইদিন, ৬ষ্ট ও ৭ম শ্রেণির ১দিন করে চলবে বলে জানান তিনি।
উল্লেখ্য,প্রথম ধাপে স্কুল কলেজ ও মাদরাসা খোলার পর মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২০ জানুয়ারি থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলবে ২ মার্চ।