নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ ও ৫২’র ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে লোহাগাগা কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করেছে লোহাগাড়া উপজোলা আওয়ামী মৎস্যজীবি লীগ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
এসময় লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, সহ-সভাপতি শিবুরঞ্জন পাল, বদরুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ পারভেজ কোস্পানী, আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সন্তোষ বড়ুয়া, আজিজুর রহমান, হেলাল উদ্দিনসহ মৎস্যজীবি লীগের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।