কক্সবাজার অফিস:
কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
নিহতরা হলেন- নিহতরা হলেন, অটোরিক্সার চালক ইমাম হোসেন (৩৫) ও যাত্রী নাজির হোসেন (৬০)।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার মরিচ্যা চেকপোস্টের হীরার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। রামু হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
রামু হাইওয়ের পুলিশের এসআই জয়নাল আবেদীন জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সেটির চালকসহ আরো ৫ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। নিহতর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।