শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে মো. আহিল (১) নামে এক শিশুর মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে ওই এলাকার দিদারুল আলমের ছেলে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঁদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শিশু আহিল বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে বাড়িতে দেখতে না পেয়ে খোাঁখুজির এক র্পযায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি উপজেলার লেমশীখালী ইউনিয়নের সিদ্দিক হাজীর পাড়া এলাকায় ইকবাল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমাইয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়ছে। অপরদিকে, গত ৮ ফব্রেুয়ারী দক্ষণি ধূরুং ইউনয়িনরে হায়দার আলী ময়িাজরি পাড়া গ্রামে সোমাইয়া (৬) নামের আরেক শিশু পুকুরে ডুবেনিহত হওয়ার ঘটনা ঘটে।