নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় পিকআপ চাপায় নিহত পাঁচ সহোদর নিহতের ঘটনায় র্যাবের হাতে আটক পিকআপ চালক সহিদুল ইসলাম প্রকাশ সাইফুলের ৩ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।
রবিবার (১৩ (ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে হাইওয়ে পুলিশ আটক সাইফুলকে চকোরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতে সড়ক দুর্ঘটনার নিহত ৫ ভাইয়ের হত্যা মামলার ঘটনায় তদন্ত কর্মকর্তা ও মালুমঘাট হাইওয়ে পুলিশের (এসআই) আবুল হোসেন পিকআপ চালক সাইফুলের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত রিমান্ড শুনানী শেষে চাঞ্চল্যকর এ ঘটনার বিষয়টি আমলে নিয়ে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের (এস আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল হোসেন বলেন, চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধৃত আসামীকে আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালতের বিচারক রাজিব কুমার দেব সাইফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতদের বোন সাংবাদিক খগেশ চন্দ্রের স্ত্রী মুন্নি শীল ভাগ্যক্রমে এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান। তিনি দাবী করেছেন, প্রথমে পিকআপ চালক চাপা দেওয়ার পর পুনরায় এসে আবারো চাপা না দিলে তাদের পরিবারে এমন ভয়াবহ ঘটনা ঘটতো না বলে দাবী করেন।