নিজস্ব প্রতিবেদক
উখিয়ার রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টার দিকে সাংবাদিক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয়করণকৃত বিদ্যালয়টির ভৌগলিক অবস্থান একটু প্রান্তিক হওয়ায় অভিভাবক সচেতনতা বৃদ্ধি, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ, অফিসকক্ষ সজ্জিতকরণ, সীমানা প্রাচীর নির্মাণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুবিন উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- দাতা ও প্রতিষ্ঠাতা শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া, সহ-সভাপতি রশিদ আহাম্মদ, সদস্য ও শিক্ষক মতিউর রহমান নিজামী, সন্তোষ বড়ুয়া, মায়া বড়ুয়া ও মুন্নি বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি প্রীতি বড়ুয়া, শিক্ষিকা রিংকু প্রভা বড়ুয়া, শিক্ষিকা লাকী প্রভা বড়ুয়া।