নাজিম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার মৃত আব্দু জলিলের ছেলে মো. আলমগীর (৫২) ও তার ছেলে মো.শাহজাহান (২১)।
র্যাব-৭ এর উপ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, আলমগীর একজন ডাকাত সর্দার। তার বিরুদ্ধে মারামারি, হত্যা, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। বিলহাসুরা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অস্ত্র (কাটাবন্দুক) ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।