নিজস্ব প্রতিবেদক:
সাতকানিয়ার নলুয়ায় কেন্দ্রে ভোট চলাকালে নৌকার প্রার্থী পক্ষের লোকজনের হামলায় তাসিব (১৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় নলুয়ার ৮নং ওয়ার্ডের বোড় অফিস ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার জসিম উদ্দীনের ছেলে ও ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমানের ভাতিজা ও মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।
নিহতের চাচা মিজানুর রহমান বলেন, আমার ভাতিজা তো ভোটারও হয়নি। তার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বীদের তো কোনো বিরোধিতা থাকার কথা নয়। অন্যদের মতো সেও ভোটগ্রহণ দেখতে এসেছিল। আর তাকে প্রাণ হারাতে হয়েছে।