ইমাম খাইর, কক্সবাজার
চকরিয়ায় উপজেলার খুটাখালীর মেদাকচ্ছপিয়া মইক্ক্যাঘোনা ঢালায় যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও ভ্যান গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় অন্তত ১৫ জন আহত হয়।
রবিবার রাত সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনা কবলিত গাড়ি ঘটনাস্থলে রয়েছে।
লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় মেম্বার ছলিম উল্লাহ জানান, মইক্ক্যাঘোনার ঢালায় শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অন্তত ১৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।
আহতদেরকে মালুমঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন বলেন, লবণ বোঝাই ভ্যান মালবোঝাই পিকআপকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।