নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ার সেবা মুলক সামাজিক সংগঠন “প্রজন্ম লোহাগাড়া”র উদ্যোগে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দিন ব্যাপী উপজেলার পুটিবিলা এলাকায় এ মিলিন মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রজন্ম লোহাগাড়া’ সামাজিক সংগঠনের আহবায়ক এ্যাডভোকেট মো. ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফারুকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- মাস্টার মোহাম্মদ নাছির আহমদ, এ্যাডভোকেট মো. আয়াত উল্লাহ্, ব্যবসায়ী মো. রফিক উদ্দিন, মো. হারুন, মোহাম্মদ মাইনুদ্দীন, সংগঠনটির ইউনিয়ন প্রতিনিধি ডা: মো. খালেদ দেওয়ান, এ্যাডভোকেট রেজাউল করিম, রফিক উদ্দিন, কুতুব উদ্দিন মো. শফিকুর রহমান, জহির উদ্দিন, আব্দুর রশিদ, জিল্লুর রহমান, মো. নুরুচ্ছফা, বাহার উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ শহীদুল ইসলাম। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির সদস্য হাফেজ মাওলানা হাসান মুরাদ।
মোনাজাত শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।