নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়ায় অসহায় ৩ পরিবারের মাথা গোঁজার ঠাঁই পুঁড়ে ছাঁই হওয়ার ঘটনা ঘটে। গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার উত্তর কলাউজান রসূলাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. বশিরুল আলম শরীফ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলো হচ্ছে- ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী রাজু আরা বেগম (৪৮), ছেলে মোহম্মদ রুবেল (২২) মেয়ে শাহীন আক্তার (৩৫)।
সরেজমিন পরিদর্শনে ক্ষতিগ্রস্ত রাজু আরা বেগম জানান, স্বামী বিয়ে করে অন্যত্রে চলে যাওয়ায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে দিনে এনে দিনে খায়। ছেলে ও মেয়ে বিয়ে দিয়ে একই বাড়িতে থাকেন। ঘটনার দিন তিনি চরম্বা এলাকায় কাজ করতে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন পড়নের কাপড় ছাড়া বাড়িতে থাকা মূল্যবান জিনসিপত্রসহ সব কিছু পুঁড়ে ছাঁই হয়ে যায়। অগ্নীকান্ডে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণলংকারসহ প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
ঘটনার দিন আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভোনোর চেষ্টা করেন। ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে আশপাশের বাড়ি রক্ষা পায়।
ঘটনার খবর পেয়ে কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ ওয়াহেদ ও স্থানীয় ইউপি সদস্য মো. বশিরুল আলম শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ ওয়াহেদ বলেন, ঘটনার খবর পেয়ে বুধবার সাকলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ তিন পরিবারের মাঝে চাল, ডাল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু বলেন, অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।