নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩১ ডিসেম্র দিনগত রাতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাতিবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো. জাবের মাঝি (৩৬) কক্সবাজারের উখিয়া মধুছড়া ক্যাম্প এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদে ভিত্তিতে থ্না পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ১ ফেব্রুয়ারি সকাল আদালতে সোপর্দ করা হয়েছে।