পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্চাসেবী ও দূর্নীতি বিরোধী সংগঠন ‘আমরা পেকুয়াবাসী’র বার্ষিক সাধারণ ও পরিকল্পনা সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ ফেব্রুয়ারী ২০২২ ইংরেজী তারিখে পেকুয়া চৌমুহুনীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা মহাসচিব সাংবাদিক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সংগঠনের সদস্য মাহামুদুল করিম, মাওলানা জহিরুল ইসলাম, কাউছার বিন ইসলাম, মো: ইউনুচ, আমিনুল ইসলাম বাহার, আজিজুল হক, মো: জাহেদুল ইসলাম, শাখাওয়াত হোছাইন, মোশারফ হোছাইন হৃদয়, জুনাইদুল ইসলাম প্রমুখ।
সভায় সংগঠনের বিগত বছরে বাস্তবায়িত বিভিন্ন জনহিতকর কর্মসূচী সম্পর্কে উপস্থিত সদস্যদের মাঝে বিস্তারিত উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান আবদুল হামিদ। তিনি সভায় জানান, বিগত বছরে আমরা পেকুয়াবাসী সংগঠন অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন জনস্বার্থমূলক সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারান জনগণের ভূয়সী প্রশাংসা অর্জন করেছে। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংগঠনের গৃহীত আরো বিভিন্ন কর্মসূচী পালন করা সম্ভব হয়নি।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক গিয়াস উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা পেকুয়াবাসী সংগঠন গত এক বছরে বিভিন্ন সামাজিক স্বেচ্চাসেবীমূলক কাজ করেছে। আমাদের সংগঠন প্রচার বিমুখ। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। প্রচার কম করি। ভভিষ্যতেও এই সংগঠন পেকুয়ার গণমানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচী পালন করবে।
সভায় উপস্থিত সাংবাদিক আমিনুল ইসলাম বাহার আমরা পেকুয়াবাসী সংগঠনের বিগত বছরের বিভিন্ন কর্মসূচীর প্রশাংসা করেন।
সভায় সকলের মতামত ও কন্ঠভোটের মাধ্যমে ২০২২ ইংরেজীর জন্য এক বৎসর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, পেকুয়ার বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারান সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ইউনুচ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন কাউছার বিন ইসলাম, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক আমিনুল ইসলাম বাহার, সদস্যরা হলেন, সাংবাদিক আজিজুল হক, মো: শাখাওয়াত হোছাইন, জাহেদুল ইসলাম, জুনাইদুল ইসলাম, মোশারফ হোছাইন হৃদয়।
এছাড়াও সভায় সকলের মতামতের ভিত্তিতে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন পেকুয়া চৌমুহুনীর বিশিষ্ট ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন ছিদ্দিকী, মোঃ আবদুল হামিদ, মাহামুদুল করিম।
সভায় ২০২২ ইংরেজী বছরের বিভিন্ন কর্মসূচী সকলের মতামতের ভিত্তিতে গৃহীত হয়েছে।