নাজিম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় জয়ণনল আবেদীন (৩২) নামের এক যুবককে ২টি দেশীয় তৈরী কাটাবন্দুক (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করেছে র্যাব। সে পেকুয়া পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। ওই সময় অপর সহযোগী ওই এলাকার আহমদ শফি প্রকাশ মনুর ছেলে আবুল শামা (২৬) পালিয়ে যায়।
শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পেকুয়া পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবু শামা পালিয়ে যায়। পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তনি আরও বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক জয়নালকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।