নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার মমতাজুল ইসলামকে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকাল সড়ে ৪টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মমতাজুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
সহকারী কমিশনার ভুমি মাসুদ রানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। জানাজায় লোহাগাড়ার বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে পারিবারিক কবরস্থানে মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা মাস্টার মমতাজুল ইসলাম পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোস্তাফিজুর রহমান সওদাগরের ২য় পুত্র এবং পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক। তিনি আজ ভোর ৫ টায় দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।