নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার পুটিবিলা বিবিসি ইটভাটা সংলগ্ন মাটির স্তুপের পাশ থেকে ৭০ বছরের এক বৃদ্ধ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সুখছড়িকুল পুটিবিলা বিবিসি ইটভাটা সংলগ্ন মাটির স্তুপের পাশ থেকে এ অজ্ঞাাত মহিলার লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলাম।
ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলাম ও পুটিবিলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ঘঠনাস্থল পরিদর্শন করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাত মহিলার লাশ দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশের একটি টিম লাশের সুরতহাল শেষ করে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।