নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় অভ্যান্তরীণ বদরখালী-মহেশখালী সড়কে ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী যুবক উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমার কাটা এলাকার আইয়ুব আলীর ছেলে।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নস্থ চোয়ারফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রাতে কাদিমাকাটা এলাকার একটি মাহফিলে অতিথি ছিলাম। সেখানে রেজাউল আমাদের আপ্যায়ন করেছিল। শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে বারবাকিয়া থেকে নিজ কর্মস্থল কক্সবাজার যাওয়ার পথে বদরখালী সড়কের চোয়ারফাঁড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।