নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক বিভাগের রোপনকৃত ছোট-বড় অধর্শত গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ১ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় পাচারের সময় গোল কাঠ জব্দ করা হয়েছে।
আটককৃত শহীদুল ইসলাম (২২) সে উপজেলার আধুনগর হাজিরাস্তা জিএম সিকদার পাড়া এলাকার নুরুল হকের ছেলে। গত মঙ্গলবার রাতে উপজেলার আধুনগর হাতিয়ারকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সড়ক বিভাগের রোপনকৃত একাশি, মেহগনী ও বিভিন্ন প্রজাতির ছোট-বড় অর্ধশত গাছ একটি মহল রাজনৈতিক ছত্রছায়ায় বেশ কয়েকদিন ধরে রাতে রাতে কেটে পাচার করে আসছিল। সোমবার রাতে কেটে পাচারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও একজকে ঠিকই আটক করেন পুলিশ।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী পরিচালক জানান, সড়ক বিভাগের গাছ কেটে পাচারের সময় হাতে নাতে ১ জনকে আটকের খবর থানা পুলিশের মাধ্যমে জানতে পেরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন রোপনকৃত গাছ কেটে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম হাতেনাতে এক পাচারকারীকে আটক করে থানা হেফোজতে নিয়ে আসে। আটককৃত ও অজ্ঞতনাম ৭/৮ জনকে বিাদী করে সড়ক বিভাগের লোক এসে মামলা দায়ের করেন।