নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন- সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের টেশনাফের লেদা রোহীঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. জমির উদ্দিনের ছেলে মো. ছিদ্দিক (২১), মো. হামিদ হোসাইনের ছেলে মো, আব্দুল্লাহ (১৯), বালুখালী ক্যাম্পের মৃতহাকিম আলীর ছেলে মো. হোসাইন (২০), ৭ হাজার পিস ইয়াবা ও ১টি পিকআপ ও ১টি মোটর সাইকেল সহ টাঙ্গইল বাশাইল হাবলা জীবনশ্বর এলাকার আবু হানিফের ছেলে মো. সবুজ মিয়া (২৩), মৃত আজিজ মিয়ার ছেলে মো. সিয়াম (২০), টেশনাফ লম্বাবিল এলাকার নুর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২২) ও মনির আলমের ছেলে মো. ফাহিম (২০)।
১৮ জানুয়ারি ভোররাতে উপজেলা চুনতি জাঙ্গালীয় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক পৃথক অভিযান চােিলয়ে তাদের আটক করেন। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার নবাগত ওসি মুহাম্মদ আতিকুল ইসলাম বলেন, মাদকের ব্যাপাওে পুলিশ জিরো টলারেন্স। গোপন সংবাদেও ভিত্তিতে থানা পুলিশের একটি টিম পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিন ইয়াবাসহ ৭ জনকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলঅ রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।