ছবি: সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ও আমিরাবাদে একরাতে ১০টি গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ সুখছড়ি ব্রাহ্মনপড়া, মৌলভী পাড়া ও উত্তর কলাউজান হাজি পাড়া এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।
এতে ক্ষতিগ্রস্থরা হলেন, লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি ব্রাহ্মনপাড়া এলাকায় রেবতী মোহন দাশের ছেলে রাখাল দাশের ১ লাখ টাকার মুল্যের ২টি, মৌলভী পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে সৈয়দ আহমদের ১ লাখ টাকার মুল্যের গাভী ও বাচুরসহ ২টি। বশির আহমদের ১ লাখ ৫০ হাজার টাকার মুল্যের ২টি, উত্তর কলাউজান হাজির পাড়া নুরুল ইসলামের ছেলে বেলাল কোম্পানীর ৪ লাখ টাকা মুল্যের ৪টি গরু।
ক্ষতিগ্রস্থ বেলাল কোম্পানী বলেন, ৪টি গরু হারিয়ে আমি এক নিঃস্ব হয়েছি। শুনেছি ১টি কালো মাইক্রোবাস ও ১টি পিকআপ গাড়ি নিয়ে বাড়ির সামনে দীর্ঘক্ষণ পাহারা দেন চুরের দল। রাত পোহানোর আগে গোয়াল ঘরের তালা ভেঙে মোটা তাজাকরণের ৪টি গরু নিয়ে যায়। সকালে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। ক্ষতিগ্রস্থ রাখাল দাশের স্ত্রী সমিতা জানান, বাড়ির দরজায় হুক লাগিয়ে গোয়াল ঘরের তালা ভেঙে পালিত ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলাম বলেন, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অবহিত করেনি। তবে বিষযটি খতিয়ে দেখছি।