কক্সবাজার অফিস:
কক্সবাজার রামুর খুনিয়া পালংয়ের থোয়াইংকাটা বাজার থেকে মোহাম্মদ জিন্নাত নামের এক প্রতারক চিকিৎসককে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টা রামুর খুনিয়া পালংয়ের থোয়াইংকাটা বাজার বিসমিল্লাাহ মেডিকেল হল থেকে র্যাব-১৫ একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গোপন সংবাদেও ভিত্তিতে র্যাবের ্েকটি টিম রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে প্রতারক চিকিৎসককে আটক করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আটক ভুয়া চিকিৎসক জিন্নাত আলী অন্য ডাক্তারের বিএমডিসি কোড ব্যবহার এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে বিসমিল্লাহ মেডিকেল হলে চকিৎিসা দিয়ে প্রতারণা করে আসছে। প্রতারকের স্বীকারোক্তি মতে জানতে পারি উক্ত বিএমডিসি কোডটি রকিকবুল ইসলাম নামের এক চিকিৎসকের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কথা স্বীকার করেন।
তিনি আরো বলেন, কক্সবাজারে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃতের বিরুদ্ধে আরো তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।