নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের বিদায় ও নবগত ওসি মুহাম্মদ আতিকুল ইসলামকে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) রাতে লোহাগাড়া থানা কম্পাউন্ডে বিদায় ও বরণ অনুষ্ঠা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া থানার নবাগত ওসি মুহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও
সংবর্ধিত অতিথি লোহাগাড়া থানার বিদায়ী ওসি জাকের হোসাইন মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি পদুয়া ইউপির মু. ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ মু. ফজলুল হক, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুচ্ছফা চৌধুরী, ভিক্ষু নেতা তাপস জ্যোতি ভিক্ষু, এসআই গোলাম কিবরিয়া, সাংবাদিক আব্দুল আউয়াল জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রিদওয়ানুল হক সুজন, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক রকসী সিকদার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান রিয়াদ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জলিল, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ মুহাম্মদ আজম মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, শিল্পপতি মুহাম্মদ ইসমাঈল সিআইপি, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমা, এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়া, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসি জাকের হোসাইন মাহমুদ ও নবাগত ওসি মুহাম্মত আতিকুল ইসলামকে সাতকানিয়া সার্কেলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া লোহাগাড়ার সকল অফিসার ফোর্স, ট্রাফিক বিভাগ ও উপজেলার বিভিন্ন পেশাজীবির নেতৃাবৃন্দ বিদায়ী ওসিকে সম্মাননা স্মারক ও নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।