চট্টলা প্রতিবেদক:
আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ায় ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ সদস্য পদে ২৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চতুর্থ ধাপে মনোনয়ন জমাদানের শেষ দিনে প্রার্থীদের মাঝে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে।
লোহাগাড়া নির্বাচন অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে চুনতিতে ৪ জন, চরম্বায় ৩ জন, কলাউজানে ৬ জন, বড়হাতিয়ায় ১ জন, পুটিবিলায় ২ জন, পদুয়া ৭ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
চুনতি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত জয়নুল আবেদীন জনু কোম্পানী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুর মোহাম্মদ শহীদুল্লাহ, মো. আনিছ উল্লাহ ও হোছাইন মুহাম্মদ জুনাইদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত (মহিল) ১২ জন।
চরম্বা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাস্টার শফিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংবাদিক অধ্যাপক সাদাত উল্লাহ ও মাওলানা হেলাল উদ্দিন। সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা) ১০ জন।
কলাউজান ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম.এ ওয়াহেদ (নৌকা), স্বতন্ত্র বিদ্রোহ প্রার্থী হিসেবে মো. এয়াছিন, মো. জাহাঙ্গীর আমিন, আব্দুস ছবুর ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল আলম চৌধুরী ও মো. হেলাল উদ্দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত (মহিলা) ১৩ জন।
বড়হাতিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয় কুমার বড়ুয়া (নৌকা)। সাধারণ সদস্য পদে ৪৩ জন ও
সংরক্ষিত (মহিলা) ১১ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
পুটিবিলা ইউনয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক (নৌকা), মো. ফরিদুল আলম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত আসন (মহিলা) ১০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
পদুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. জহির উদ্দিন, মো. জসিম উদ্দিন, আবু সাঈদ চৌধুরী টিটু, মোস্তাক আহমদ সবুজ, মোহাম্মদ শাহ নেওয়াজ, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হারুনর রশীদ (নৌকা) ও স্বতন্ত্র বিদ্রোহ প্রার্থী হিসেবে আক্তার কামাল পারভেজ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) ৯জন।
লোহাগাড়ায় ৬ ইউনিয়নে নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান, সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন ও প্রাণী সম্পদ কর্মকর্তা ও ডা: এ.এম খালেকুজ্জামান রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেছেন।
চতুর্থ ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোট গ্রহন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।