চট্টলা প্রতিবেদক:
পুটিবিলার নৌকার প্রতীক চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের নির্বাচনী প্রথম মতবিনিময় সভায় মানুষের ঢল নেমেছে।
২৫ নভেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুকে সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইনের কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে রাতেই উঠান বৈঠকে মিলিত হন। সেখানে সাধারণ মানুষের ভালবাসা এবং পুটিবিলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ভালবাসায় সিক্ত হয়েছেন।
উঠান বৈঠকে নৌকার মাঝি মুুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, পুটিবিলার মানুষের ভালবাসা আমাকে মুগ্ধ করে। আমি তা কোনদিন ভুলতে পারব না। পুটিবিলার শিক্ষা-দীক্ষার উন্নয়ন, গ্রামের অবকাঠামোগত উন্ননয় ও সর্বপুরি শতভাগ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে চেয়ারম্যান পদের প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া ও ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হলে প্রতিশ্রুতি সমূহ যথাযথ পালন করব। আগামী ২৬শে ডিসেম্বর নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলের দোয়া ভালবাসা, সহযোগীতা কামনা করছি।