আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০২১ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। সেমিনারে ভোক্তা অধিকার আইনের উদ্দেশ্য, জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারের বিষয়, অভিযোগের নিয়মাবলি, বাজার তদারকিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। এতে অন্যদের মধ্যে মতামত দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি পুলিশ অফিসার অরুন চাকমা,নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া খান মামুন, প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর প্রমুখ।