নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়া উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর ৬ ইউপি নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
চরম্বা ইউনিয়নে দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সফল চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান।
চতুর্থ ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোট গ্রহন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।