নাজিম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় কাঁকড়ার বস্তায় করে পাচারকালে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
২০ নভেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দীর পাড়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলাস্থ লালব্রীজ এলাকার আলী আহমদের ছেলে নাসির ও অপরজন বটতলি এলাকার নুরুল আমিনের ছেলে হান্নান বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার সদর ইউপির নন্দীর পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কাঁকড়ার বস্তা তল্লাশি করে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এসআই নাজমুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই নাদির শাহ ও এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নন্দীর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাঁকড়ার বস্তায় ভরে পাচার কালে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মাদক আইনে মামল রুজু করে রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।