চট্টলা প্রতিবেদক:
লোহাগাড়ার পুটিবিলা ৮নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের সেবা দিয়ে সেবক হতে সদস্য পদে প্রার্থী হচ্ছেন সমাজসেবক মো. ইকবাল চৌধুরী।
তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী এলেকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন । তিনি একজন প্রকৃত সেবক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন ।
গত ১০ নভেম্বর লোহাগাড়ার পুটিবিলাসহ ৬ ইউনিয়নের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে ঘিরে পুটিবিলা ৮নং ওয়ার্ডের পাড়া মহল্লা ও চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। যেখানে যোগ্যপ্রার্থী হিসেবে ইকবার চৌধুরীর নাম সবার মুখে মুখে। জনপ্রতিনিধি না হয়েও তিনি সমাজসেবা, মাদক নিয়ন্ত্রণ ও সর্বোপরি অন্যায়ের কাছে হার না মানায় এলেকায় বেশ জনপ্রিয়তা ও প্রশংসা কুঁড়িয়েছেন। ইতিমধ্যে তিনি এলেকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। তিনি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন এলেকায় ।
স্থানীয় মো. মিজানুর রহমান জানান ইকবাল ভাই একজন শিক্ষিত, সৎ, নীতিবান ও সমাজসেবক। এলেকার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি সবসময় এলেকার মানুষের বিপদে-আপদে এগিয়ে আসেন। আমরা ইকবাল ভাইকে আমাদের মেম্বার হিসেবে চাই।
মেম্বার পদপ্রার্থী মো. ইকবাল চৌধুরী বলেন, আমি পুটিবিলা ৮নং ওয়ার্ডের মানুষের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমার এলাকাবাসীর যেকোন বিপদে-আপদে সবসময় পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। কোনদিন এলাকায় নিজেও অন্যায় করিনি এবং অন্যায়কে প্রশ্রয়ও দিইনি। যেকোন মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। এলেকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মেম্বার পদে প্রার্থী হতে উপজেলা নির্বাচন কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি জনগণের বিপুল ভোটের মাধ্যমে পুটিবিলা ৮নং ওয়ার্ড এর মেম্বার পদে নির্বাচিত হব ইনশাল্লাহ। মেম্বার পদপ্রার্থী মো. ইকবাল চৌধুরী এলাকা বাসীর কাছে দোয়া, ভালবাসা,সহযোগীতা, ও সমর্থন কামনা করেছেন।