নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষানিকেতন লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্যের নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদরাসা মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দাতা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. জসিম উদ্দিন ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৩০ ভোট।
মোট ভোটারের সংখ্যা ছিল ৮৯ ভোট। ভোট গ্রহন করা হয়েছে ৬৪ ভোট। উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-স্টার্স) মাদরাসার অধ্যক্ষ মো. ফারুক হোসাইন।
জানা যায়, দীর্ঘ ২১০ বছরের ইতিহাসে চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদরাসায় দাতা সদস্যের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। দাতা সদস্যরা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচন শেষ হয়।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন।
নির্বাচিত দাতা সদস্য মো. জসিম উদ্দিন বলেন, মাদরাসার দাতা সদস্যদের প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্য নির্বাচিত হই। এটি ইতিহাস হয়ে থাকল। মাদরাসায় পরিচালনা পরিষদে প্রথম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি সবার দোয়া ও ভালবাসা কামনা করেছেন।
তিনি লোহাগাড়া উপজেলার চুনতি দারোগা পাড়া এলাকার মো. কবির আহমদের ছেলে।
নির্বাচনে লোহাগাড়া থানা পুলিশের ২ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ ভোট গ্রহণ পর্যাবেক্ষণ করেন। সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।