নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ ধাপে লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই লোহাগাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রত্যাশীরা দলীয় মনোনয়ন পেতে ঢাকায় অবস্থান করছেন।
ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন বোর্ড হতে মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রায় অর্ধশত চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে আলোচনায় এসেছেন। আবার অনেকে সমালোচনার জন্মদেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আগামী ২৩ ডিসেম্বর লোহাগাড়ার বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, কলাউজান, চরম্বা ও পদুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ নভেম্বর লোহাগাড়া উপজেলায় নির্বাচনের রিটার্ণিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শরু হবে। ২৫ নভেম্বর মনোনয়ন দাখিলের তারিখ, ২৯ নভেম্বর যাচাই-বাচাই, আপিল ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি- ৩-৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ- ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর ও ভোট গ্রহন ২৩ ডিসেম্বর।