নাজিম উদ্দিন, পেকুয়া:
আসন্ন পেকুয়া সদর ইউপি নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে পেকুয়া উপজেলা আ.লীগ। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে পেকুয়া সদর ইউপির মেহেরনামা নন্দীর পাড়া স্টেশনে নৌকা মার্কার পথসভায় এ ঐক্যের ডাক দেন উপজেলা আওয়ামী লীগ।
পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খানের সভাপতিত্বে ও বেলাল উদ্দিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম। তিনি বলেন, “শেখ হাসিনা পেকুয়ায় মেগা প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকার দলীয় জনপ্রতিনিধির বিকল্প নেই। এলাকার উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থী জহিরুল ইসলামকেই বেচে নিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম বুলবুল, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান বক্তার বক্তব্যে আবুল কাশেম বলেন, “শেখ হাসিনার নৌকার প্রশ্নে আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই। সারাদেশে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় চেয়ারম্যানের কোন বিকল্প নেই। তাই ২৮ নভেম্বরের নির্বাচনে আপনারা শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলামকে ভোট দিয়ে জয়ী করতে হবে।”
পেকুয়া সদর নৌকার চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, “গত দুই দশক ধরে পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ পাশ ছিলো উন্নয়ন বঞ্চিত। বর্ষাকালে জলাবদ্ধতার কারনে মানুষের দুর্ভোগ ছিলো নিয়মিত। আমি এই সমস্যা নিরসনে সবসময় আপনাদের পাশে ছিলাম। তাছাড়া ভিন্নদলের চেয়ারম্যান থাকাতে পুরো ইউনিয়নে তেমন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। মানুষ ন্যায় বিচার পায়নি। তাই আশা করবো আসন্ন নির্বাচনে আপনাদের ভাগ্যের পরিবর্তন আপনাদেরকেই করতে হবে।