জাহাঙ্গীর আলম, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার সিইউএফএল সড়কের বন্দর সেন্টার এলাকায় মাটি কাটার স্কভেটরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী মারাত্বক আহত হয়েছে।
রবিবার( ১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হল উপজেলার রায়পুর ইউনিয়নের মৃত মো. ইউনুসের পুত্র এসএম আক্কাস উদ্দিন(২৪) ও মো. শামসুল ইসলামের পুত্র মো. শওকত (২২)। আহতরা কুরিয়ান ইপিজেড গার্মেন্টস কারখানার কর্মী।
আহত শওকত জানায়, সকালে মোটর সাইকেল যোগে কারখানায় যাওয়ার সময় মাটি কাটার স্কাভেটরটি হঠাৎ সড়কের মাঝে চলে আসলে তাদের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তাদের দুইজনের হাত ও পায়ের হাড় ভেঙে যায়।
পুলিশের বন্দর বিটের ইনচার্জ আবদুর রহিম জানান, দূর্ঘটনার বিষয়ে পুলিশকে কেউ অবগত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।