নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ী তালুকদার পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ অক্টোবর মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লীদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
এতে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুচ্ছফা চৌধুরীকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। অন্য উপদেষ্টারা হলেন মােস্তাফিজুর রহমান ও আব্দুস শুকুর।
কার্যকরী কমিটিতে স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির’কে সভাপতি করা হয়েছে। এতে নাজিম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি,ওমর আলীকে সহ-সভাপতি, মােহাম্মদ আকতারকে সাধারণ সম্পাদক,ফরিদুল আলম ও গিয়াস উদ্দিন মোবারক’কে যুগ্ম সাধারণ সম্পাদক, আবদু সবুরকে অর্থ সম্পাদক, নাজিম উদ্দিনকে সহ অর্থ-সম্পাদক, জসীম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক, আবু তালেবকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফরিদুল আলম, মোঃ মামুন, মোঃ সেলিম, মোঃ আব্দুচ সামাদ, মোঃ সালাম, মোঃ বেলাল উদ্দিন, মোঃ নুরুল আবচার, মোঃ আইয়ুব, মোঃ তারেক, মোঃ ইকবাল ও মোঃ সোহেলকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।