নিজস্ব প্রতিবেদক, লামা:
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ। আজিজনগর ইউনিয়নে আওয়ামী লীগের চারজন, যুবলীগের দুই ও ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক আহাম্মদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য একরামুল হক বাবুল, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন ও মো. জসিম উদ্দিন, আজিজনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল ডানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও বান্দরবান জেলা ছাত্রলীগের সদস্য নুরুল আলম রাজা।
বুধবার জেলা ছাত্রলীগ, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, তফসিল ঘোষণার পর আজিজনগর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রশিদ আহমদ চৌধুরী চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেন। এরপর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা তার পক্ষে প্রচার শুরু করেন।
এ নিয়ে গত ২ নভেম্বর বির্তকিত ও বিদ্রোহী নেতাকর্মীদের বিষয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের বিশেষ সভা হয়।
সভায় আজিজনগরের সাত নেতা ‘নৌকা প্রতীকের পক্ষে কাজ করার লিখিত অঙ্গীকার করার পরও দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারে অংশ নিয়েছেন’ বলে দলীয় সব সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের অব্যাহতির সিদ্ধান্ত হয়।
লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার দায়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাত নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।