খোকন সুশীল, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় প্রার্থী হবেন চরম্বা ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন মেম্বার। জানা যায় গত ৫ বছরে তিনি এলেকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।
এলাকা ঘুরে দেখা গেছে চরম্বা ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলেকায় সম্পূর্ণ নতুনভাবে বেশ কয়েকটি মাটির রাস্তা তৈরী করা হয়েছে এবং অধিকাংশ রাস্তা এইচবিবি দ্বারা ইটের ব্রিকসলিং করা হয়েছে। এতে খুব সহজেই চলাচল করতে পেরে এলেকাবাসী খুবই খুশী। স্থানীয় লাল মিয়া বলেন আমাদের জসিম উদ্দিন ভাই মেম্বার হওয়ার পর থেকে এলেকায় রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়াও এলেকার আব্দুস সালামের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হয়েছে ।
স্থানীয় ৭০ বছর বয়সী রাবেয়া খাতুন বলেন জসিম উদ্দিন মেম্বার হওয়ার পর থেকে এলেকার অধিকাংশ বয়স্করা ভাতা পাচ্ছে। এলেকার শতভাগ বয়স্কভাতা ছাড়া বিধবাভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারী সকল সুযোগ-সুবিধা জসিম মেম্বার সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন।
এমনকি এলেকাবাসীরা যাথে ভোগান্তিতে না পড়ে সেজন্য জসিম মেম্বার এলেকাবাসীর বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজেই পরিষদে গিয়ে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাক্ষর নিয়ে আসেন। আমরা আগামীতে আবারো জসিম উদ্দিনকে আমাদের মেম্বার হিসেবে চাই ।
এলেকার মোঃ ইদ্রিস জানান জসিম মেম্বার গত ৫ বছরে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ বিভিন্ন ভাতা প্রদান এবং সামাজিক কর্মকান্ডে সবসময় অসহায় পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা করেছেন। এছাড়াও এলেকাবাসী জসিম মেম্বারের কাছ থেকে সুষ্ঠু শালিশ-বিচার পাচ্ছে ।
স্থানীয় নাজিম উদ্দিন জানান,জসিম মেম্বার সুষ্ঠু বিচার-শালিশের মাধ্যমে এলেকার অনেক জটিল সমস্যার সমাধান করেছে। তিনি সবসময় আশপাশের অসহায় মানুষের বিপদে-আপদে পাশে থেকে সাহায্য সহযোগিতা করেন।
একান্ত আলাপে জসিম উদ্দিন মেম্বার বলেন আমি দীর্ঘদিন ধরে এলেকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় এলেকাবাসীর অনুরোধে গত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হয়েছিলাম। এলেকার মুরব্বিদের দোয়া ও সকলের সহযোগীতা এবং আন্তরিকতায় আমি ওই নির্বাচনে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছিলাম।
নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় এমপি সাহেব ও পরিষদের চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতায় গত ৫ বছরে এলাকার প্রত্যেকটি রাস্তার সংস্কার করেছি এবং সম্পূর্ণ নতুনভাবে সুফিয়াবাদ দেওয়ান আলী সিকদারপাড়া মৌলানা বাড়ি সড়ক,দেওয়ান আলী সিকদারপাড়া ফয়েজ আহমদ সিকদারের বাড়ি হতে মসজিদ সড়ক,সুফিয়াবাদ কাজীরপাড়া আহমদ মেম্বার সড়ক,সুফিয়াবাদ মোস্তাকের দোকান হইতে জামছড়ি খালপর্যন্ত সড়ক,সুফিয়াবাদ বানুয়ারপাড়া মৌলানা হাসমতউল্লাহ সড়ক,সুফিয়াবাদ নতুনপাড়া বজল আহমদের বাড়ি হতে আব্দুসোবাহান বাড়ি পর্যন্ত সড়ক,সুফিয়াবাদ নতুনপাড়া মসজিদের পশ্চিম হতে নুরুল কবিরের বাড়ি সড়ক,সুফিয়াবাদ বানুয়ারপাড়া সড়কে ইটের প্লাট সলিং করা হয়েছে।
এছাড়া জিন্নারপুকুর ও সুফিয়াবাদ মাজারপুকুরে ঘাট এবং মজিদারপাড়া মাজার পুকুরে ঘাট নির্মাণ করা হয়েছে। সুফিয়াবাদ মহল্লার বাড়ি হতে ফকিন্নিপাড়া সড়ক ও দারুসসালাম মাদ্রাসা সড়ক মাটি দ্বারা উন্নয়ন করেছি। সুফিয়াবাদ কাজীরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ মোট ৭ টি মসজিদ,২ টি মাদরাসা ও ৬ টি অসহায় পরিবারে সোলার স্থাপন করা হয়েছে। ৫ বছর আগে যে রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলে হাঁটা যেতাে না সেই রাস্তাগুলো এখন ইটের ব্রিকসলিং করা হয়েছে।
তিনি আরো বলেন সবসময় এলেকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিপদে আপদে থাকার চেষ্টা করেছি। এলেকাবাসী যদি আমাকে পুণরায় মেম্বার হিসেবে চাই আমি আগামী নির্বাচনে আবারো মেম্বার প্রার্থী হব। এলেকাবাসীর স্বার্থে আমি সবকিছু করতে প্রস্তুত। এলেকার জনগণ যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন তাহলে এলেকার মাটিররাস্তাগুলো ব্রিকসলিং করাসহ ৩ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করে মাদকমুক্ত ও সুন্দর সমাজ বিনির্মানে কাজ করব । তিনি চরম্বা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার সর্বস্থরের মানুষের দোয়া, ভালবাসা, সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।