চট্টলা প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া ছদাহা চারা বটতল এলাকায় নোহা গাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শফিফুল ইসলাম (৩৬) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটে। সে লোহাগাড়ার দক্ষিণ পুটিবিলা পূর্ব তাঁতি পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় ফকরুল নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, ঘটনার দিন লোহাগাড়া মূখি মোটর সাইকেলে ও চট্টগ্রাম মূখি নোহা গাড়ির মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা নিহত শফিককে আহতবস্থায় উদ্ধার করে সাতকানিয়া কেরাণীহাট আশ শেফা হাসাপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রব জানান, দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শফিক নামের একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে নোহা গাড়িটির সন্ধানপাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।