চট্টলা প্রতিবেদক:
সাতকানিয়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫০ বছরের এক বন্যহাতি মৃত্যু হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া।
শনিবার (৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪ টার সময় সাতকানিয়ার সোনাকানিয়া হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পার্শে মইত্তাতলী বিলের ধান ক্ষেতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বন্যপ্রাণীর হাত থেকে পাকা ধান রক্ষা করার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতো। ওই ফাঁদে ঘটনারদিন কোন এক সময় স্পৃষ্ট হয়ে এক বিশাল আকৃতির বন্যহাতিটি মারা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগ সুত্রে জানা যায় ,আনুমানিক ৫০ বছরের অধিক বয়সের বিশাল আকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে পড়ে আছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাতির কাছে গিয়ে দেখা যায়,শুড়ের নিচ অংশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের
স্থানীয় ইউপি সদস্য ফজল করিম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। হাতিটি শুঁড়ের নিচে অতিরিক্ত রক্ষ ক্ষরণের কারণে মারা গেছে।
সাতকানিয়া মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। তবে কারা বিদ্যুতের ফাঁদ তৈরী করেছেন তা এখনো নিশ্চিত হতে পারেনি। বলতে। তকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।