জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা বান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতিও পেয়েছেন। লোহাগাড়ার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম -১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নের্তৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সলাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিমের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ,চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, সাতকানিয়ার পৌর মেয়র মু. জোবাইর, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হীিরু, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসাইন মিনহাজ, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মু. রিদুওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক মুুহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ জয়নু্ল আবেদীন, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সুমন, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।
এছাড়া সমাবেশে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।