চট্টলা প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকুকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বদলি এই কর্মকর্তাকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। আর এসপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানকে করা হয়েছে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।
জানা যায়, মো. জাকারিয়া রহমান ২০২০ সালের ১৪ ডিসেম্বর সাতকানিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন। যোগদানের পর থেকে স্বল্প সময়ে বেশ কিছু গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও মামলা নিষ্পত্তিতে অবদান রাখায় তাকে গত ৯ সেপ্টেম্বরে চট্টগ্রামের সেরা অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত করা হয়।